চাঁচড়া জমিদার বাড়িতে পাকিস্তানি সেনা ও রাজাকাররা যশোর রোড ধরে যাওয়া শরণার্থীদের ধরে এনে তাদের সর্বস্ব কেড়ে নিয়ে নির্মমভাবে হত্যা করে বাড়ির পেছনে লাশগুলো মাটি চাপা দিয়ে রাখতো। মুক্তিযুদ্ধের সময় এখানে অসংখ্য মানুষকে হত্যা করেছে পাকিস্তানি সৈন্য ও রাজাকাররা।
***
Pakistani army and the Razakars used to abduct the refugees on Jessore Road and loot them. They also exterminated numerous people and buried their bodies.