যশোরের চাঁচড়ার জমিদারদের পুরনো ও পরিত্যক্ত বাড়িতে রাজাকার ও বিহারিরা ক্যাম্প স্থাপন ও নির্যাতন কেন্দ্র স্থাপন করেছিল। যশোর শহর এলাকা, পুলেরহাট, নতুন হাট প্রভৃতি এলাকা থেকে বাঙালিদের ধরে আনতো রাজাকাররা। তাছাড়া এই রাজাকার ক্যাম্পে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল ভারতগামী শরণার্থীরা। দিনের পর দিন বিভিন্ন সময়ে শরণার্থীদের ধরে এনে এই ক্যাম্পে রেখে তাদের কাছে থাকা জিনিসপত্র লুটপাট করে তাদের নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হতো।
***
The Razakars and the Biharis set their camp on an old and abandoned Zamindar Bari at Chachra besides historical Jessore Road in Jessore. They used to abduct people from Jessore area, Pulerhat, Notunhat and other areas. The most common victims were the refugees who were going to India. The refugees got looted, tortured and brutally killed by the Razakars and Biharis.