ধামালিয়া ইউনিয়নের উত্তর প্রান্তে চেচুড়ি গ্রামের পাশ দিয়ে হরি নদী প্রবাহিত। অপর প্রান্তে মনিরামপুর থানার কপালিয়া গ্রাম অবস্থিত। রাজাকাররা এই গ্রামের ৩৫ জনকে ধরে নিয়ে মনোহরপুর কাছারী বাড়িতে আটকে রেখে নির্যাতন চালায়। এদের মধ্য থেকে ফজলু সরদার, গোলদার সরদার, সামাদ সরদার, আনসার মোল্লা, আজদালী মোল্লা, জোনাব আলী মোল্লা, ইকবাল গাজী, নূর মোহাম্মদ গাজী, চিত্ত রঞ্জন, মনোরঞ্জন, রাজেশ্বর ও ফুলটনিকে চেচুড়ি ঘাটে নিয়ে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়।মুক্তিযুদ্ধের পুরোটা সময় এখানে কমপক্ষে ২০০ মানুষকে হত্যা করা হয়। এ জায়গাটিও এখনও অনালোচিত।
***
Local Razakars abducted 35 man of Kopalia village, and then tortured them in Monohorpur Kachari House. Then they were exterminated in the Chechuri Ghat and their bodies were thrown out in the river. At least 200 people were killed in this place during war-time.