চৌগাছা পাইলট হাইস্কুলে পাকিস্তানি সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করে। পাকিস্তানি সেনা ও রাজাকাররা এখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন চালাতো। প্রতিদিন এই স্কুল ভবনের কয়েকটি রুমে নির্যাতন করা হতো। পাকিস্তানি সেনারা সীমান্তবর্তী এই এলাকায় এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত অসংখ্য স্বাধীনতাকামী মানুষের উপর নির্মম নির্যাতন চালানো হতো।
***
The Pakistani army set up a camp at Chougachha Pilot High School. Pakistani army and Razakars used to abduct and torture ordinary people here. From April to December, the Pakistani army carried out brutal torture on lot of people in this torture center.