খুলনা-যশোর-সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী ভদ্রা নদীর কোলঘেঁষে চুকনগরে খুলনা বাগেরহাটসহ নানা জায়গার হাজার হাজার পরিবার ১৯ মে রাত কাটায়। উদ্দেশ্য ছিলো পরদিন সকালে ভারতের উদ্দেশ্যে যাত্রা। কিন্তু পরদিন ২০ মে ঘটে সম্ভবত পৃথিবীর ইতিহাসে অল্প সময়ে অধিক সংখ্যক মানুষ হত্যার এক ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। বেলা সাড়ে দশটা থেকে শুরু হয়ে এই নারকীয় তান্ডব চলে বিকাল অবধি।
গুলি, ব্রাশ ফায়ার, বেওনেটের আঘাতে ও নদীপথে পলায়নরত নর নারী শিশুর সলিল সমাধিতে কতো মানুষের যে মৃত্যু হয় তার সঠিক হিসাব কেউ বলতে পারে না। তবে এই সংখ্যা কোন ক্রমেই দশ হাজারের কম নয়, বরং বেশি বলে মনে করেন প্রত্যক্ষদর্শী চুকনগর কলেজের অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। পাকিস্তানি সেনাবাহিনীর উপর তেড়ে যাওয়া চিকন আলী মোড়লকে হত্যার মধ্য দিয়ে এখানকার হত্যাযজ্ঞ শুরু হয়। শহীদ চিকন আলীর ছেলে এরশাদ আলী মোড়ল আজও সেদিনের কথা মনে হলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি বলেন ওরা [পাকিস্তানীরা] মানুষ না,মানুষ কখনো মানুষকে এভাবে মারতে পারে না। প্রাণের মায়ায় যারা পালিয়ে যাচ্ছিল, তাদেরকে ওরা পাখির মত গুলি করে মারলো। গাছে উঠে, পানিতে নেমে কোনভাবেই তারা বাঁচতে পারলো না।
এইসব লাশ সরিয়ে ছিলো কাওছার আলী, দলিল উদ্দিন, আনসার সরদার ও ইনছান সরদার। কাওছার আলী বলেন- সারাদিন ধরে লাশ সাফ করতে পারিনি। রক্তে নদীর পানি একেবারে টুকটুকে লাল হয়ে গিয়েছিলো। লাশের সংখ্যা দশ বারো হাজারের কম হবে না উল্লেখ করে তিনি বলেন, তাদের একজন বিয়াল্লিশ-শ পর্যন্ত গুনেছিলো। আর গুণতে পারিনি।
লাশের গন্ধে নদীর পানি দুর্গন্ধ হয়। এছাড়া পাতাখোলা বিল, বেহারা পাড়া, তাঁতী পাড়া, রায় পাড়া, জেলে পাড়া, বাজার, মন্দির, বটতলা, নদীর তীর, ঝোপ ঝাড়ের আড়াল সকল জায়গায় শুধু লাশ আর লাশ। চুকনগর কলেজ প্রতিষ্ঠার সময় এখানে মানুষের মাথার খুলি, হাড় পাওয়া যায়।
***
Thousands of people (refugees), from Khulna and Bagerhat, spent the night at Chuknagar on 19 May. The refugees gathered in Chuknagar to go to Kolkata and they were waiting to cross the border. But on next day, i.e. on 20th May, Pakistani military perpetrated a massive genocide. It is one of the largest genocides of the world perpetrated within this short time.
More than 10 thousand men, women and children mostly belonging to minority community were killed by Pakistan military force. The military sprayed bullets on them from light machine guns and semi-automatic rifles and killed them on the spot within hours.
Bhadra River turned red with the blood of the martyrs. There were dead bodies here and there. Some says it is not less than 10-12 thousand. And some say they could count till 4,200, and after that they gave up.
Most of the victims of this genocide were from different area as they were fleeing to India to take shelter. So, their names are still unknown.