একাত্তরের মুক্তিযুদ্ধে বৃহৎ বধ্যভূমির মধ্যে গল্লামারী অন্যতম। মুক্তিযুদ্ধের সময় এই এলাকা ছিল নির্জন। লোকজনের চলাফেরা ছিল কম। গল্লামারী নদীর পাশে ছিল ধানক্ষেত। যুদ্ধ শুরুর পর থেকে দীর্ঘ নয় মাস খুলনা শহর ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষসহ বিপুল সংখ্যক মানুষকে এখানে এনে হত্যা করে মৃতদেহ নদীতে ভাসিয়ে দেয়া হতো। খুলনা সার্কিট হাউস, রেডিও স্টেশন, লায়ন্স স্কুল, ইউ এফ ডি ক্লাব প্রভৃতি নির্যাতন কেন্দ্রে নির্যাতনের পর প্রায় প্রতিদিন রাতে ট্রাকে করে তাদের এখানে এনে হত্যা করা হতো। প্রথম দিকে গুলি করে হত্যা করতো, পরে বিহারীরা জবাই করে হত্যা করতো। এই বধ্যভূমিতে কমপক্ষে দশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। খুলনা শহর মুক্ত হওয়ার পর এই বধ্যভূমি থেকে দুই ট্রাক মাথার খুলি পাওয়া গিয়েছিল। শহীদদের স্মরণে এখানে স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়েছে।
***
Gallamari was a name of terror during the time of liberation war, 1971. There was a one-storied building of radio-station at that time, which has been replaced currently by two-storied administrative building of Khulna University. In 1971, the building was a center of genocide and torture. Innocent Bengalis were abducted from different places and kept in this building. They were then tortured brutally until they are dead. Their dead-bodies were thrown out in the river afterwards. Early on, Bengali people were killed by firing, and later they were slaughtered by cutting one’s throat. According to many eyewitnesses, the number of people killed in this place during the time of 1971 is around ten thousand. They also said that, the situation of this place that they had observed in 16-17 December was beyond imagination. The place was full of corpse, skulls, skeletons, bones. Someone wrote on the wall of the torture center that, ‘Mother, we might not meet again’! He wrote this sentence on the wall by his own blood.