তৎকালীন নড়াইল মহকুমার শান্তি কমিটি ও রাজাকার দলের চেয়ারম্যান মাওলানা মো: সোলায়মান (সোলেমান) এর নেতৃত্বে গার্লস স্কুল ভবন নির্যাতন কেন্দ্রটি গড়ে ওঠে। পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকার গণ বিভিন্ন স্থান থেকে নিরীহ সাধারণ মানুষদেরকে ধরে এনে নির্যাতন করতো পরবর্তীতে তাদেরকে জেলাপরিষদ ডাকবাংলো (বর্তমানে সদর ডাকবাংলো) নিয়ে যাওয়া হতো। তাছাড়া স্থানীয় মেয়ে ও শরণার্থী মহিলাদের কে ধরে নিয়ে নির্যাতন করা হতো ।
***
Girls School building torture center was formed under the leadership of Mowlana Md. Solaiman (Soleman), the chairman of peace committee and Razakar party of then Narail, Mohkumar. The Pakistani army and Razakars used to abduct and torture innocent people from different places, and later they were taken to the Zilla Parishad Dakbungalow (now Sadar Dakbungalow). Moreover, local girls and refugee women were captured and tortured here.