খালিশপুরে ভৈরব নদীর তীরে গোয়ালপাড়া পাওয়ার হাউজ ছিলো বিহারিদের বাস। ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর অর্থাৎ বিজয়ের পূর্বদিন বিহারিরা নিরীহ ৬ [ছয়] জন বাঙালিকে হত্যা করে। তারা হলেন-১] গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্রের তৎকালীন নির্বাহী প্রকৌশলী আঃ মান্নান ২] শিফট ইনচার্জ লুৎফল আলী চৌধুরী ৩] স্টাফ আঃ আলী হাদী ৪] আঃ গনি ৫] আঃ হাসান ও ৬] মোঃ আঃ মোকছেদ আলী আকন্দ। বর্তমানে ৬ জনের গণকবর টি বাঁধানো আছে।
***
Biharis used to live in the Goalpara power hosue. On 15 December 1971, just before the conquest, Biharis killed six innocent Bengalis. They are – Abdul Mannan, Lutfal Alil Chowdhury, Abdul Ali Hadi, Abdul Gani, Abdul Hasan and Md. Abdul Moksed Ali Akand. There has a mass grave of the 6 martyrs.