খালিশপুরের একটি গ্রাম গোয়ালখালী। এখানে অবস্থিত বি ডি আর সাব-সেক্টর হেডকোয়ার্টারের উত্তর পাশে একটি বধ্যভূমি আবিষ্কৃত হয়েছে। গোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ওয়াদুদ চেয়ারম্যানের বাগানে রাজাকার ক্যাম্প এবং সরকারি অন্ধ, মূক ও বধির বিদ্যালয়ে পাকিস্তানি সেনাদের ক্যাম্প প্রতিষ্ঠিত হওয়ার পরে এ এলাকার নিরীহ জনসাধারণের উপর অত্যাচার-নির্যাতন শুরু করে।
প্রতিদিন আশেপাশের এলাকা থেকে লোকজন ধরে এনে উক্ত স্থানে হত্যা করে একটি ডোবায় ফেলে দেয়া হতো। স্বাধীনতার পর এখানে অনেক নরকঙ্কাল, হাড় ও মাথার খুলি পাওয়া যায়।
***
Goalkhali is a village in Khalishpur. A mass killing site has been discovered in this area. In 1971, Razakars built their camp in Goalkhali government primary school and in the garden of Wadud Chairman. Pakistani Army built their camp in the Government School for Blind, Deaf, and Mute Children. After establishing the camp, they used to torture and kill innocent Bengali people during whole war time. A lot of skeleton, bones and skull were found in this place after the independence.