ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের একটি প্রসিদ্ধ গ্রাম হলো গোপালনগর। ১৯৭১ সালের ২১ আগস্ট এ গ্রামে নেমে আসে এক ভয়াবহ অধ্যায়। ২০ আগস্ট রাতে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার বাহিনী গোপালনগর গ্রাম ঘিরে ফেলে। শেষ রাতের দিকে মতান্তরে সকালে এই গ্রামের নিরীহ মানুষদের ধরে এনে গ্রামের কালীবাড়ির আটচলায় জড়ো করে। সকালে ধরে এনে নির্বিচারে গুলি করে হত্যা করে। এসময় মারা যান ধীরেন সরকার, কাসেম মোল্লা, ভৈরব কর্মকার ও এনতাজ সরকারসহ আরও অনেকে। ঐদিন বেলা ১১-১২টার মধ্যে গোপালনগর ও তার পার্শবর্তী গ্রাম থেকে ধরে আনা লোকজনকে সারিবদ্ধভাবে দাড় করিয়ে মেশিনগান দিয়ে গুলি করে সবাইকে ঝাঁজরা করে ফেলে। প্রত্যক্ষদর্শীদের মতে এদিন বনওয়ারীনগর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনির দ্বারা প্রায় ৯০-১০০ জন নিরীহ বাঙালি শহিদ হন।