১৯৭১ সালের ৫ মে গাড়াখোলা গ্রামের আব্দুল মতলেব মোল্লাকে বেজেরডাঙ্গার একদল রাজাকার বেদম মারধর করে এবং পরে তাকে গুলি করে হত্যা করে। এর কয়েকদিন পর ঐ রাজাকাররা গাড়াখোলার আরো প্রায় ১০ জনকে হত্যা করে। তাদের মধ্যে ৩ জনের নাম জানা যায়, এরা হলেন- গাড়াখোলার আবু তালেব, নেদু ও নেছার।
১৯৭১ সালের ০৩ মে তারিখে পরিকল্পিতভাবে ফুলতলায় আর একটি জঘন্য হত্যাকান্ড ঘটে । এ দিন খুলনা শহর থেকে কয়েক গাড়ি পাকি সৈন্য এসে ফুলতলার কয়েকটি গ্রামে ও ফুলতলা বাজারে গণহত্যা চালায়। বিহারীরা পাকিস্তানি সৈন্যদের এখানে নিয়ে আসে। দামোদর গ্রামের প্রাক্তন ইউ পি মেম্বর শিবশংকর বাবুর পরিত্যক্ত বাড়ির দখল নিয়ে বিহারী ও স্থানীয় স্বাধীনতাবিরোধীদের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে। প্রথমে বিহারীরা দামোদর গ্রামে ঢুকে ঘরবাড়ি পোড়াতে শুরু করে।
এরপর সাহাপাড়া, পঙ্কজিনী রোডের সব বাড়িতে আগুন লাগিয়ে দেয়। লোকজন দিগি¦দিক ছোটাছুটি শুরু করলে পাকিস্তানি সৈন্যরা গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করে। এরপর তারা বাজারে যায়। বাজারের মানুষ ততক্ষণে যে যার মতো পালিয়েছে। এখানে এসে তারা যাদের পেয়েছে তাদের আটক করে ফুলতলা বাজারের পশ্চিম পাশের পুকুরের পাড়ে নিয়ে হত্যা করে। প্রায় ১০০ জন মানুষকে সেদিন তারা হত্যা করে। তাদের মধ্যে যাদের নাম জানা যায়, তারা হলেন দেবেন্দ্রনাথ সাহা, শম্ভু নাথ সাহা, জয়ন্ত সাহা। এই ঘটনার পর ফুলতলার হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ মানুষ ঘরবাড়ি ছেড়ে শরণার্থী হয়ে ভারতে চলে যায়।
***
On 5th May, in 1971, Abdul Motleb from Garakhola had been beaten black and blue and therefore killed by a group of Razakar. Later another 10 people had been killed by the Razakars. Among them 3 of the martyr's name have been found, they are: Taleb, Nedu and Neshar from Garakhola.
On 3rd May, another vicious killing occurred at Phultala. The Pakistani Army came from Khulna and perpetrated a massive genocide at Phultala Market and nearby villages. Biharis also collaborated with the Pakistani Army.
The Pakistani Army set on fire all the houses of Sahapara and Pankajini Road. The panicked people started to run to save lives but the Pakistani killed them. Nearly 100 people had been killed on that day. Among them, Debendranath Saha, Samvunath Saha, Jayanta Saha have been identified and known. After the incident, most of the Hindus (minor community) left their house and moved to Kolkata as refugees.