১৩৭৮ বঙ্গাব্দের ১১ আশ্বিন শব-ই-বরাতের রাতে গাওঘরা গ্রামের রাজাকাররা মুক্তিযোদ্ধা হালিমসহ ১১ জনকে হত্যা করে। নদীর তীরে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে তাদের লাশ গজালিয়া গেটের পানির স্রোতে ভাসিয়ে দেয়া হয়। ঐ গণহত্যার শিকার হন আব্দুল হামিদ সরদার, আব্দুস সাত্তার সরদার, ইরান উদ্দীন মোল্লা, আব্দুল করিম শেখ, গোবিন্দ অধিকারী, ওমর গাজী, গোষ্ঠবিহারী ভদ্র, সুশিল ভদ্র, আব্দুর রহমান গোলদার, ইব্রাহীম গাজী।
০২ সেপ্টেম্বর ২০১৮, রবিবার বিকাল ৪টায় গজালিয়া গেটের পাশে স্মৃতিফলক উদ্বোধন করেন জাদুঘর ট্রাস্টের সভাপতি বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুন।
***
Razakars of Gaoghora village killed 11 people including freedom fighter Halim on 26th September 1971. This was the night of Shab E Barat. The Razakars fired upon them on the bank of the river then threw away their bodies. The victims of this genocide are Abdul Hamid Sarkar, Abdus Sattar Sarkar, Iran Uddin Molla, Abdul Karim Sheik, Omar Gaji, Ibrahim Gaji, Ghostbihari Vodro, Sushil Vodro and others.
‘1971: Genocide-Torture Archive and Museum Trust’ has built a memorial in 2018.