চিত্রালী বাজার ও চিত্রালী সিনেমা হলের পাশে ছিলো খালিশপুর শ্রমিক ময়দান। ১৯৭১ সালে এই ময়দানের পাশে কচুরিপানায় ভরা একটি পুকুর ছিলো। ২৮ মার্চ থেকে খুলনায় বিহারীদের হত্যাযজ্ঞ শুরু হয় এবং তা ১৬ ডিসেম্বর পর্যন্ত চলে। এ সময়ে বিভিন্ন এলাকা থেকে বাঙালিদের ধরে এনে হত্যা করত বিহারীরা। প্রত্যক্ষদর্শীর মতে একাত্তরের নয় মাসে এখানে তিন শতাধিক মানুষকে হত্যা করা হয়। এ জায়গাটি এখনও অনালোচিত ও অচিহ্নিত।
***
Currently Khalishpur Labor Maidan (field/yard) is situated beside Chitrali Bazaar and Chitrali Cinema Hall. There was an abandoned pond beside this Maidan (field/yard) in 1971. The Bihari of Khalishpur started killing Bengali people on 28 March 1971, and they continued this barbaric activity until the victory was achieved. After the independence, numerous skulls and skeleton were found. At least 300 people were killed in this place.