পুরাতন যশোর রোডের পাশে বর্তমানে এন আই- ০১ নং বাড়িতে ১৯৭১ সালে আওয়ামী লীগের অফিস ছিলো। পাশেই ছিলো বিহারি কলোনি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বিহারীরা বিভিন্ন এলাকা থেকে বাঙালিদের ধরে এনে জবাই করে, বেয়নেট চার্জ করে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে হত্যা করত।১৯৭১- এ জায়গাটির নাম ছিলো কসাই খানা। দেশ মুক্ত হওয়ার পর এখানে অনেক লাশ এবং দেওয়াল ও মেঝেতে রক্তের জমাট দেখতে পাওয়া যায়। এ জায়গাটিও অনালোচিত ও অচিহ্নিত।
***
There was an office of Awami League besides Jessore road (presently addressed as N I -01) in 1971. The office was adjacent to Bihari colony. During the war-time, Bengalis were picked up by Biharis from home, and then tortured brutally. Bengalis were exterminated mercilessly afterwards. The office was named ‘butchery’ then.