পাকিস্তান আমলে খুলনা রেডিও স্টেশনটি ছিল গল্লামারীতে। বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয় যেখানে, সেখানেই ছিল রেডিও সেন্টার। এর মূল ভবনটি একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর অন্যতম প্রধান নির্যাতন কেন্দ্র ছিল। যুদ্ধের পুরো সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী বিভিন্ন সময়ে অসংখ্য মানুষকে ধরে এনে মূল ভবনের ভেতরে এবং বাইরে গাছে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করে তারপর অনেককে এখানে হত্যা করতো।
***
The Khulna radio station was in the Gallamari, although the radio station has been replaced by Khulna University now. The main building of the radio station was a torture cell of Pakistani military force. Pakistani military, with the help to their local associates, used to capture and bring people from different places, and then used to them brutally in the camp.