খামারমুন্দিয়া গণহত্যা : ঝিনাইদহ
দুলালমুন্দিয়া বাজারের পশ্চিমদিকে খামারমুন্দিয়া। বাজারের ঠিক বিপরীতে ইটপাকা রাস্তা দিয়ে প্রায় ১ কিলোমিটার দূরে রাস্তার দুই ধারে একাত্তরের দুই জন শহিদের কবর রয়েছে। প্রবীণ গ্রামবাসীর মতে, এই দুইজন ইপিআর এর সদস্য ছিলেন। খামার মুন্দিয়াতে পাকিস্তানি সেনাবাহিনী বেশ কয়েকজন ইপিআর সদস্যকে এখানে চতুর্দিক দিক থেকে ঘিরে ধরে রেখেছিল। একসময় অনাহারে ক্লান্ত হয়ে পড়লে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তারা মারা যান।