খামারমুন্দিয়া গণকবর: ঝিনাইদহ
দুলালমুন্দিয়া বাজারের পশ্চিমদিকে খামারমুন্দিয়া। বাজারের ঠিক বিপরীতে ইটপাকা রাস্তা দিয়ে প্রায় ১ কিলোমিটার দূরে রাস্তার দুই ধারে একাত্তরের দুই জন শহিদের কবর রয়েছে। এই দুই শহিদের নাম-পরিচয় উদ্ধার করা যায় নি। তাদের কবরকে চিহ্নিতও করা হয় নি। গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করলে তারা জায়গাটা দেখিয়ে দেন।