খর্ণিয়ার ভদ্রা নদীর উপর বর্তমানে খুলনা সাতক্ষীরা সংযোগ সেতুটি ১৯৭১ সালে ছিলো খেয়াঘাট। পাশেই ছিলো খর্ণিয়া ইউনিয়ন পরিষদ ভবন।
রাজাকাররা এখানে ক্যাম্প নির্মাণ করে এই খেয়াঘাট টিকে বধ্যভূমিতে পরিণত করেছিলো। এখানেও বীভৎস ভাবে মানুষকে হত্যা করা হতো। হাত-পা বেঁধে জীবিত মানুষকে বস্তায় ভরে নদীতে ফেলে হত্যা করতো।
এ ছাড়া জবাই ও গুলি করে হত্যা করতো মুক্তিযুদ্ধের পুরোটা সময় ধরে এখানে শত শত লোককে নির্মম ভাবে হত্যা করা হয়। এদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া য়ায়-১] ললিত মোহন মল্লিক ২] আলো মাহমুদ ৩] ইউসুফ আলি ৪] শাহাজাহান শেখ ৫] মুনসুর শেখ ৬] বিবেক সরদার ৭] জগবন্ধু সরকার ৮] নওশের খান ও ৯। ওয়াহিদ অন্যতম।
***
In 1971, Khornia Kheyghat was beside Khornia Union Parishad building. The building was a concentration camp of Pakistani Military force and Kheyaghat was a mass killing site. Hundreds of people were exterminated here during the entire war-time. Most of the names remain unknown, only a few of the names are recognized. They are - Lalit Mohan Mallik,Alo Mahmud, Yusuf Ali, Shahjahan Sheikh, Munsur Sheikh, Vivek Sardar, Jagabandhu Sarkar, Nowsher Khan and Wahid