ভদ্রা নদীর উপর বর্তমানে খুলনা সাতক্ষীরা রোডে খর্ণিয়া সেতুটির কাছেই ১৯৭১ সালে ছিলো খেয়াঘাট। পাশেই ছিলো খর্ণিয়া ইউনিয়ন পরিষদ ভবন। রাজাকাররা এখানে ক্যাম্প নির্মাণ করে এই খেয়াঘাটটিকে বধ্যভূমিতে পরিণত করেছিলো। এখানেও বীভৎস ভাবে মানুষকে হত্যা করা হতো। হাত-পা বেঁধে জীবিত মানুষকে বস্তায় ভরে নদীতে ফেলে হত্যা করতো। এ ছাড়া জবাই ও গুলি করে হত্যা করতো মুক্তিযুদ্ধের পুরোটা সময় ধরে এখানে শত শত লোককে নির্মম ভাবে হত্যা করা হয়।
***
There was a Khyaghat at Khulna Satkhira Road, near Khornia Bridge, on the Bhadra river in 1971. Khornia Union Parishad building was located just on the side of the Kheyaghat. The Razakars set up their camp in this building. They used to torture and kill Bengali people in this camp. Hundreds of people were brutally killed here in 1971.