১৯৭১ সালে দাকোপ থানার চালনা ইউনিয়নের খাটালিয়া- লক্ষ্মীখোলা গ্রামে আবু বকর শেখের একতলা বাড়িতে রাজাকাররা তাদের ক্যাম্প তৈরী করে। এই ক্যাম্প থেকে রাজাকার বাহিনীর সদস্যরা এলাকায় চরম অত্যাচার- নির্যাতন শুরু করে। তাদের অত্যাচার- নির্যাতনের ফলে এলাকার সংখ্যালঘু সম্প্রদায় ভারতে চলে যায়। এরপরে তারা মুসলমানদের ওপর অত্যচার- নির্যাতন শুরু করে। লুটতরাজ, হত্যাযজ্ঞ, নারীধর্ষণ প্রভৃতি নিত্যনৈমিত্তিক কাজে পরিণত হয়। মুক্তিযুদ্ধের প্রায় পুরোসময় জুড়ে চলে রাজাকারদের এই অত্যাচার- নির্যাতন। অবশ্য মুক্তিযুদ্ধের শেষ দিকে নভেম্বরের প্রথম সপ্তাহে গাজী রহমতউল্লাহ দাদুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা রাজাকার ক্যাম্পটি আক্রমণ করে এবং তাদের পরাস্থ করতে সক্ষম হন।
***
In 1971 Razakars built a torture camp on the house of Abu Bakar Sheik at Khatalia on Chalna Union in Dacope Thana. From this camp the Razakars started to torment and torture the people. So, the minor community (Hindus) fled to Kolkata (India) for shelter. After that the Razakars started to torture the local Muslims on the area. Looting-robing, killing, raping became a daily occurrence here. This barbaric persecution continued throughout the whole war time.