বাঘারপাড়া উপজেলা ও যশোর সদর উপজেলার একটি অংশ নিয়ে খাজুরা বাজার। খাজুরা বাজারে অবস্থিত এম.এন মিত্র (মনীন্দ্র নাথ মিত্র) হাইস্কুল ভবনটি ছিল রাজাকারদের অন্যতম প্রধান ঘাঁটি। এই হাইস্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারি ডাঃ ইব্রাহীম স্কুলে রাজাকার ক্যাম্প স্থাপন করেন। স্কুলের শিক্ষকদের কমনরুমসহ আরো কয়েকটি শ্রেনিকক্ষ টর্চার সেল হিসাবে ব্যবহার করা হতো। এই টর্চার সেলে অকথ্য নির্যাতন করার পর তাদের হত্যা করে স্কুলের পেছনে চিত্রানদীতে ভাসিয়ে দেয়া হতো। এই স্কুলের মাঠের উত্তর দিকের শহীদ মিনারের পাশে শহিদ মুক্তি ও মিত্র বাহিনীর স্মৃতি স্মরণে একটি স্মৃতিফলক স্থাপন করা হয়েছে।
***
Khajura Bazar consists of a part of Bagharpara Upazila and Jessore Sadar Upazila. The M.N.M (Manindra Nath Mitra) High School building in Khajura Bazar was one of the main bases of the Razakars. The secretary of the managing committee, Dr. Ibrahim, set up the Razakar camp in this school. Many classrooms, including teacher’s room were used as torture cells. After being tortured in this torture cell, they were killed and dumped to River Chitra behind the school.