কেশবপুর উপজেলার সবচেয়ে বড় নির্যাতন কেন্দ্র ছিল কেশবপুর উপজেলা সদরে কেশবপুর-যশোর সড়কের পশ্চিম পাশে অবস্থিত পাইলট বালিকা বিদ্যালয়ে। কেশবপুর বাজারে অবস্থিত এই স্কুল ভবনটি পাকিস্তানি সেনা ও রাজাকারদের দখলে ছিল মুক্তিযুদ্ধের সময়। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী সন্দেহে অসংখ্য মানুষকে প্রতিদিন ধরে আনতো পাকিস্তানি সেনা ও রাজাকাররা। এছাড়া রাজাকাররা গ্রামে গ্রামে ঢুকে ঘরবাড়ি লুটপাট করতো। লুটপাটে বাধা দিলে অথবা কাউকে সন্দেহ হলে ধরে আনতো বালিকা বিদ্যালয়ে। দিনের পর দিন বেদম প্রহার, উল্টো করে ঝুলিয়ে রেখে মারধোর, হাতুড়ি দিয়ে পেটানো, কিল চড় লাথি নানারকম সব ভয়ংকর নির্যাতন চালাতো। অনেক মানুষ নির্যাতন সহ্য করতে না পেরে ওখানেই মারা গেছে।
***
The largest torture center of Keshabpur Upazila was at the Pilot Girl's School located at Keshabpur Upazila Sadar. This school building was occupied by the Pakistani army and Razakars during the liberation war. They brought numerous people every day from different villages suspecting them as Awami League leaders, freedom fighters and their allies. Besides, they had looted the houses of villagers. Many people died there because of intolerable torture like beating, hanging upside down, and beating with a hammer, kicking days after days.