দক্ষিণ-পশ্চিম বাংলার স্বাধীন এবং মুক্ত অঞ্চলের প্রাণকেন্দ্র কলাবাড়িয়া। পিস্ কমিটির নেতা কালিয়ার রাজাকার প্রধান শেখ খলিলুর রহমান প্রথম আঘাত করে কলাবাড়িয়াকে। ১৫ মে ’৭১ শনিবার। ক্রিসেন্ট জুট মিলের (খুলনা) কর্মচারী কলাবাড়িয়ার দশআনী পাড়ার হাসমত আলী খোকন আর দশ জনের সাথে পড়ন্ত বেলায় কালিয়া লঞ্চ ঘাটে নামে। রাজাকার বাহিনীর শহিদ, বাদশা, ইসমাইল, আবু তালেব চৌধুরী, হাশেম, গোলাম হোসেন প্রমুখরা যাত্রীদের আটক করে। সত্য-মিথ্যা বলে সব যাত্রী মুক্তি পেল। কিন্তু সাহসী খোকন তার বাড়ি ‘‘কলাবাড়িয়া’’ বলতে মিথ্যার আশ্রয় নিলো না। রাজাকার গোলাম (কালিনগর) খোকনকে মুক্তিযুদ্ধ কমান্ডার আবুল কালাম আজাদের চাচা বলে সনাক্ত করে। তখন মাগরিবের আজান ধ্বনিত হচ্ছিল। খোকন ছিল নামাজি। সে নামাজ পড়তে চাইলে রাজাকার বাহিনী নবগঙ্গা নদীতে অজু করতে নিয়ে যায়। অজুর মাঝপথে শেখ খলিলের ইশারায় খোকনের পিঠে রাজাকাররা গুলি চালায়। পশ্চিমের লাল আকাশের সাথে নবগঙ্গার সাদা পানি লালে লাল হয়ে যায়। দু’জন রাজাকার পা দিয়ে লাথি মেরে খোকনের লাশ পানিতে ফেলে দেয়।
***
Kolabariya was a free zone of southwestern Bengal. Khalilur Rahman, the head of Peace Committee struck Kolabariya first. on 5th May Crescent Jute Mill (Khulna) employee Hasmat Ali Khokon of Dashani Para in Kalabariya and ten others arrived on Kaliya Launch Ghat. Then the Razakars captured them and started to verify their identity. Among them, Khokhon, a valiant refuse to lie and become prey of their cruelty. The Pakistani army killed and throw his body on the river.