কলারোয়া ফুটবল মাঠের রাস্তা সংলগ্ন দক্ষিণ পার্শ্বে : জুলাই মাসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে খুলনা এলাকা থেকে আগত ৬ জন ছাত্র কলারোয়া থানার হামিদপুর গ্রামে রাজাকার ডা: মোকছেদ আলীর কাছে ধরা পড়ে। পরবর্তীতে তাঁদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে সনাক্ত করে থানায় হস্তান্তর করা হয়। এদের মধ্যে ৩ জন ছাত্র অলৌকিকভাবে পালিয়ে ভারতে যেতে সক্ষম হয়। অপর ৩ জনকে নৃশংসভাবে হত্যা কওে ঘাতকরা। এরপর তাঁদেরকে উক্ত থানার পার্শ্বে গর্ত খুঁড়ে অর্ধমৃত অবস্থায় মাটি চাপা দেয়। কলারোয়ার গণকবর চিহ্নিত না করে গণহত্যায় শহীদদের স্মরণে নির্মিত হয়েছে কলারোয়া উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ ফলক।
***
The south side of the road beside Kolaroa football field: In July, six students from Khulna got arrested by Razakar Dr Mokched Ali in Hamidpur village of Kolaroa, who were coming to participate in the liberation war. Later, they were identified as freedom fighters and handed over to the police station. 3 of them were miraculously able to flee to India. Other 3 were brutally killed. They had been grounded besides the police station. Instead of recognizing the Kolaroa mass grave, a Central Shaheed Minar at Kolaroa Upazilla and a Victory Monument have been built to the memory of the martyrs.