কর্মকার পাড়া পালবাড়ি গণকবর
পাকিস্তানি সেনাবাহিনী ঈশ্বরদী দখল করার দুদিন পর ১৩ এপ্রিল সকালে হামলা করে ঈশ্বরদীর কর্মকার পাড়ায় চন্দ্রকান্ত পালের পরিবারে। অবশ্য তার আগেই দুদিন ১১-১২ এপ্রিলে তার বাড়িতে ব্যপক লুটপাট করা হয়। আর ১৩ এপ্রিল বিহারীরা চন্দ্রকান্ত পাল, তাঁর দু’পুত্র, দু’পুত্রবধু ও ৬ নাতি-নাতনী ও একজন দোকান কর্মচারীসহ ২২ জনকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে।(পরিশিষ্ট ৬ দ্রষ্টব্য) সবাইকে বাড়ির কুপের মধ্যে ফেলে গণকবর দেওয়া হয়।
Karmakarpara Palbari Mass Grave
On the morning of 13 April, two days after the seizure of Ishwardi by the Pakistani army, the family of Chandrakant Pal was attacked in the Karmakar Para of Ishwardi. However, two days before that, on April 11-12, his house was looted extensively. On 13 April, the Biharis hacked to death 22 people, including Chandrakant Pal, his two sons, two daughters-in-law and six grandchildren and a shop worker. All of them were mass graved in a well of the house.