কামান্না গণকবর:ঝিনাইদহ
শৈলকুপা শহর হতে ১৫ কিলোমিটার দূরে কামান্না গ্রামে এ গণকবর অবস্থিত। একাত্তর সালের ২৬ নভেম্বর পাকিস্তানি হানাদার শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে ঘুমন্ত মুক্তিযোদ্ধাদের ওপর আক্রমণ করে। এতে অনেকেই নিহত হন। কামান্না হাইস্কুলের মাঠের উত্তরপাশে কুমার নদের ধার ঘেঁষে শহিদদের গণকবর দেওয়া হয়। ইট-সিমেন্টে বাঁধানো এ কবরগুলি কামান্না গ্রামে স্বাধীনতার প্রতীক হয়ে রয়েছে।