কাঁঠালতলা গণহত্যা
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর ফকিরহাট থানা সদরে বেতন তোলার জন্য গিয়েছিলেন মোল্লাহাট থানার (তখন উপজেলা হয়নি) দিগঙ্গা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ অধিকারী, সহকারী শিক্ষক কেশবলাল মণ্ডল, নগেন্দ্রনাথ সরকার, রবীন্দ্রনাথ পাল, এবং নন্দলাল চিন্তাপাত্র, সারুলিয়া প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পরিমল সমাদ্দার, চাকদহ প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক অবিনাশ বিশ্বাস, এবং দিগঙ্গা পোস্ট অফিসের পোস্ট মাস্টার মহেন্দ্রনাথ পাল। তাদেরকে ধরে অস্ত্রের মুখে হাঁটিয়ে নিয়ে ফকিরহাটের পরবর্তী রেল স্টেশন সামন্তসেনার নিকটবর্তী কাঁঠালতলা নামক জায়গায় নিয়ে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। সুপারি গাছের সঙ্গে বেঁধে তাঁদের গুলি করে মারা হয়েছিল সেদিন। শহিদদের সকলের বাড়ি ছিল মোল্লাহাট থানার গাওলা ইউনিয়নের দিগঙ্গা ও শুঁড়িগাঁতি গ্রামে।
On 5 September 1971, headmaster of Diganga Primary School, Mollahat Thana (then not an upazila) Amal Krishna Adhikari, Assistant Teacher kesabalala Mandal, Nagendranath Sarkar, Rabindranath Pal, Nandalal Cintapatra, Sarulia Primary School assistant teacher Parimal Samaddar, Cakadaha Primary School assistant teacher Avinash Biswas, and Diganga Post Master Mahendra Pal went to the Fakirhat Thana headquarters to collect their salary. Keshabalal M-L, Nagendranath Sarkar, Rabindranath Pal, Samaddar, Abinash Biswas, assistant teacher at Chakdaha Primary School, and Mahendranath Pal, postmaster at Diganga Post Office. They were captured at gunpoint and taken to a place called Kanthaltola near Samanta Sena, the next railway station in Fakirhat, where they were brutally killed by the Pakistani aggressors. They were tied to a betel tree and shot dead that day. The houses of all the martyrs were in Diganga and Shundiganti villages of Gaola union of Mollahat police station.