পাবনা শহরের ওয়াপদা পাওয়ার হাউজের সমগ্র এলাকা ছিলো একটা বধ্যভূমি। ১৯৭১ সালের নয়মাস পাকিস্তানি হানাদার বাহিনী পাবনার সাধারণ মানুষকে নির্যাতন ও হত্যা করে এখানে ফেলে যেত। যেকারণে ওয়াপদা পাওয়ার হাউজের অফিস প্রাঙ্গণে ১৯৭১ সাল পরবর্তী সময়ে মাটি খুড়ে বহু বিক্ষিপ্ত কবর পাওয়া যায় এবং হাজার হাজার নর কঙ্কাল সেখান থেকে আবিস্কার করা হয়। এই পাওয়ার হাউজ অফিসটি পাকিস্তানি সেনাবাহিনী তাদের সদর দপ্তর হিসেবে ব্যবহার করেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায় এখানে নয়মাস জুড়ে পাকিস্তানি হানাদার বাহিনী কমপক্ষে ৩ হাজার জনকে হত্যা করেছিলো।
***
The whole area of Wapda Power House in Pabna was a mass killing site. For the entire nine months of the liberation war, the Pakistani army used to torture and kill the common people of Pabna. That is why even after the victory, many scattered graves and thousands of skeletons were found on the ground of the post office in Wapda Power House. This powerhouse office was used by the Pakistani army as their headquarters. According to local and eyewitness, the Pakistani invaders killed at least 3,000 people in the nine months of the liberation war.