ঝিকরগাছা উপজেলা ওয়াপদা বধ্যভূমিতে একাত্তরে শতশত মানুষকে নির্মমভাবে হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনী, রাজাকার ও বিহারিরা। ঝিকরগাছা এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান ওয়াপদার ভিতরে একাত্তরে কত মানুষকে যে হত্যা করা হয়েছে তার কোন হিসেব নেই। মোল্লু বিহারী নামে একজন জল্লাদ এখানে বেশিরভাগ মানুষকে জবাই করে হত্যা করেছে। অধিকাংশ মানুষের নাম পরিচয় জানা যায় না। বিশেষ করে শরণার্থীরা বহিরাগত হওয়ায় তাদের নাম জানা সম্ভব না।
***
Hundreds of people were brutally killed in the WAPDA massacre at Jhikargachha Upazila by the Pakistani army, the Razakars and the Biharis. The elderly people of the area said that the people were killed in WAPDA is beyond the calculation. Mollu Bihari, a hanger, had killed many people here. Many of the names are unknown as most of them were refugees.