ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামে একটি গণকবর আছে। গণকবরে যারা চিরনিদ্রায় শায়িত আছেন তাঁরা হলেন- কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের আব্দুল খালেক, মনিরামপুর উপজেলার গোরীপুর গ্রামের জামাল উদ্দিন, হানুয়ার গ্রামের আব্দুর রাজ্জাক ও জামসেদ আলী, রাইপ গ্রামের নূরুল ইসলাম। এই গণকবরটি কোনরকমে পাকা করা হয়েছে।
***
There is a mass grave in the village of Ujjalpur in Bakra union of Jhikargacha Upazila. Those who are buried here are- Abdul Khalek of Mangalkot village, Jamal Uddin of Goripur village, Abdur Razzak and Jamsed Ali of Hanuar village, Nurul Islam of Raeep village.