পাকিস্তানি সেনারা ২১ শে এপিল ফরিদপুর জেলায় প্রবেশ করে ভাঙ্গা উপজেলা সদরের মধ্যে অবস্থিত ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসায় একটি ক্যাম্প স্থাপন করেন। এই ক্যাম্পে পাকিস্তানি সেনারা বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন করে। তরে এই ক্যাম্পে কাউকে হত্যা করা হয়নি। কাউকে বেশি সন্দেহজনক মনে হতে পাকিস্তানি সেনারা তাকে ফরিদপুর স্টেডিয়াম মাঠ নির্যাতন কেন্দ্রে পাঠিয়ে দিতো।
The Pakistani army came Faridpur district on 21st April and set up a camp at Bhanga Eidgah Madrasa in Bhanga Upazila Sadar. In this camp, they captured and tortured many civilians from different places. But they did not kill anyone in this camp. The Pakistani army used to send the more suspicious one to the Faridpur Stadium ground torture center.