পাকিস্তানি সেনারা ১৯৭১সালে ২৩ মে নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা দক্ষিণ পাড়া গ্রামের মুক্তিকামী মানুষদের উপর নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালায়। এই গুলিতে ইতনা দক্ষিণ পাড়া গ্রামের মৃত আব্দুল গনি মিনার দুই পুত্র হিমায়িত মিনা ও তারুমিনা শহিদ হোন। শহিদের লাশ দুইটি মৃত আব্দুল গনি মিনার বাড়ির উত্তর পাশে রাস্তার নিকট একটি কবরে দুই জনকে দাফন করা হয়। বর্তমানে কবরটির কোন চিহ্ন নেই। কবরটির উপর খড়ের স্তূপ তৈরি করে রাখা হয়েছে।
On 23th May, in 1971 the Pakistani army brutally killed the liberated people of Itna South Para village of Lohagara thana in Narail district. Two of the sons of Abdul Gani Mina, Himayet Mina and Tarumina became martyr by the brushfire. They were buried in a grave near the road on the north side of Abdul Gani Minar's house. At present, there is no sign of the grave.