আড়পাড়া সরকারি উচ্চ বিদ্যালয় নির্যাতন কেন্দ্র, মাগুরা/Arpara Government High School Torture Center, Magura

আড়পাড়া সরকারী উচ্চ বিদ্যালয় নির্যাতন কেন্দ্র

১৯৭১ সালের ২৩ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী মাগুরা দখল করার পর মে মাসে শালিখা দখল করে আড়পাড়া ডাকবাংলোয় ক্যাম্প ও নির্যাতন কেন্দ্র স্থাপন করে। পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করার জন্য রাজাকার ও রেঞ্জার বাহিনী গঠন করে। পাশে আড়পাড়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে রাজাকারদের ক্যাম্প স্থাপন করে। এসব ক্যাম্পে অসংখ্য মানুষ নির্যাতিত হয়। 

 

Arpara Government High School Torture Center, Magura

After the Pakistani army captured Magura, they captured Shalikha and set up torture camp at Arpara Dakbanglow in on April 23, 1971. Razakars and Rangers were formed to assist the Pakistani army. Later, Razakar camps were set up at Arapara High School and Primary School. In these camps, many people were tortured.

নিকটবর্তী আরও স্থান
  • post-image
    আড়পাড়া সরকারি উচ্চ বিদ্যালয় নির্যাতন কেন্দ্র, মাগুরা/Arpara Government High School Torture Center, Magura
    <p>আড়পাড়া সরকারী উচ্চ বিদ্যালয় নির্যাতন কেন্দ্র</p> <p>১৯৭১ সালের ২৩ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী মাগুরা দখল করার পর মে মাসে শালিখা দখল করে আড়পাড়া ডাকবাংলোয় ক্যাম্প ও নির্যাতন কেন্দ্র স্থাপন করে। পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করার জন্য রাজাকার ও রেঞ্জার বাহিনী গঠন করে। পাশে আড়পাড়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে রাজাকারদের ক্যাম্প স্থাপন করে। এসব ক্যাম্পে অসংখ্য মানুষ নির্যাতিত হয়।&nbsp;</p> <p>&nbsp;</p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">Arpara Government High School Torture Center, Magura</span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">After the Pakistani army captured Magura, they captured Shalikha and set up torture camp at Arpara Dakbanglow in on April 23, 1971. Razakars and Rangers were formed to assist the Pakistani army. Later, Razakar camps were set up at Arapara High School and Primary School. In these camps, many people were tortured.</span></p>
  • post-image
    আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্যাতন কেন্দ্র, মাগুরা/Arpara Government Primary School Torture Center, Magura
    <p>আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্যাতন কেন্দ্র</p> <p>১৯৭১ সালের ২৩ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী মাগুরা দখল করার পর মে মাসে শালিখা দখল করে আড়পাড়া ডাকবাংলোয় ক্যাম্প ও নির্যাতন কেন্দ্র স্থাপন করে। পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করার জন্য রাজাকার ও রেঞ্জার বাহিনী গঠন করে। পাশে আড়পাড়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে রাজাকারদের ক্যাম্প স্থাপন করে। এসব ক্যাম্পে অসংখ্য মানুষ নির্যাতিত হয়।&nbsp;</p> <p>&nbsp;</p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">Arpara Government Primary School Torture Center, Magura</span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">After the Pakistani army captured Magura they captured Shalikha and set up torture camp at Arpara Dakbanglow in on April 23, 1971. Razakars and Rangers were formed to assist the Pakistani army. Later, Razakar camps were set up at Arapara High School and Primary School. In these camps, many people were tortured.</span></p> <div id="gtx-trans" style="position: absolute; left: -2px; top: 64px;">&nbsp;</div>
  • post-image
    আড়পাড়া ডাকবাংলো গণহত্যা, মাগুরা/Arpara Dak Bungalow Premises Genocid, Magura
    <p>আড়পাড়া ডাকবাংলো গণহত্যা</p> <p>মাগুরা সদর উপজেলার দক্ষিণ পূর্ব পাশে ফটকি নদীর তীরে ঢাকা যশোর আন্তর্জাতিক মহাসড়কের পাশে শালিখা উপজেলায় অবস্থিত আড়পাড়া ডাকবাংলো। পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের অত্যাচার ও নিপীড়নের শিকার হয়ে বৃহত্তর যশোর ও ফরিদপুর অঞ্চলের মানুষ প্রাণ বাঁচানোর তাগিদে গ্রামের কাদামাখা পিছল মেঠো পথে অথবা নদীপথে আড়পাড়ার ওপর দিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করতো। মুক্তিবাহিনীকে প্রতিরোধ করার জন্য রাজাকার ও রেঞ্জার বাহিনী রাজপথ ও নদীপথে টহল দিতো। টহল দেয়ার সময় প্রাণভয়ে পলায়নপর শরণার্থী নারী পুরুষ ও শিশুদের ধরে নিয়ে আসতো। ডাকবাংলোর পাশে নদীর তীরে অবস্থিত কাচারিঘরের কাছে জামরুল তলায় একটা মাছ কাটা ধারালো বড় বটি ফেলে রাখা হয়েছিল। ধরে আনা ভীত সন্ত্রস্ত মানুষগুলোর কাছে যা পেতো লুট করে নিতো। লুট শেষে তাদেরকে এনে ডাকবাংলোর পাশে জামতলায় গুলি করে হত্যা করতো অথবা নিমতলায় জবাই করতো। এই ভাবে পাকিস্তানি বাহিনী ১০০ দিনের বেশি সময় ধরে প্রায় ২৫০০ থেকে ৩০০০ মানুষ হত্যা করে।&nbsp;</p> <p>&nbsp;<span style="font-family: 'Times New Roman', serif; font-size: 14pt; text-align: justify;">Arpara Dak Bungalow Premises Genocid, Magura</span></p> <p><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif'; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: AR-SA;">Arpara Dak Bungalow located at the Shalikha Upazila, beside Dhaka Jessore International Highway, Magura. To save lives from the Pakistani and their collaboretors, people of Jessore and Faridpur used to go to India through the inaccessible path of Arpara. Razakar and Ranger forces patrolled the highway and river to prevent the freedom fighters. They used to capture the frighted fleeing refugees and loot them. Later they would either shoot at Jamtala or slay at Nimtala near Dak Bungalow. The Pakistani forces killed around 2500 to 3000 people here.</span></p>
  • post-image
    আড়পাড়া ডাকবাংলো নির্যাতন কেন্দ্র, মাগুরা/ Arpara Dak Bungalow Premises Torture Site , Magura
    <p>আড়পাড়া ডাকবাংলো নির্যাতন কেন্দ্র&nbsp;</p> <p>১৯৭১ সালের ২৩ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী মাগুরা দখল করার পর মে মাসে শালিখা দখল করে আড়পাড়া ডাকবাংলোয় ক্যাম্প ও নির্যাতন কেন্দ্র স্থাপন করে। পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করার জন্য রাজাকার ও রেঞ্জার বাহিনী গঠন করে। পাশে আড়পাড়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে রাজাকারদের ক্যাম্প স্থাপন করে। এই ক্যাম্পে অসংখ্য মানুষ নির্যাতিত হয়। নির্যাতন শেষে তাদেরকে এনে ডাকবাংলোর পাশে জামতলায় গুলি করে হত্যা করতো অথবা নিমতলায় জবাই করতো।&nbsp;</p> <p>&nbsp;<span style="font-family: 'Times New Roman', serif; font-size: 14pt; text-align: justify;">Arpara Dak Bungalow Premises Torture Site , Magura</span></p> <p><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif'; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: AR-SA;">Arpara Dak Bungalow located at the Shalikha Upazila, beside Dhaka Jessore International Highway, Magura. To save lives from the Pakistani and their collaboretors, people of Jessore and Faridpur used to go to India through the inaccessible path of Arpara. Razakar and Ranger forces patrolled the highway and river to prevent the freedom fighters. They used to capture the frighted fleeing refugees and loot them. Later they would either shoot at Jamtala or slay at Nimtala near Dak Bungalow. The Pakistani forces killed around 2500 to 3000 people here.</span></p> <div id="gtx-trans" style="position: absolute; left: -14px; top: 92px;">&nbsp;</div>
  • post-image
    আড়পাড়া ডাকবাংলো বধ্যভূমি, মাগুরা/Arpara Dak Bungalow Premises Mass Killing Site, Magura
    <p>আড়পাড়া ডাকবাংলো বধ্যভূমি:</p> <p>মাগুরা সদর উপজেলার দক্ষিণ পূর্ব পাশে ফটকি নদীর তীরে ঢাকা যশোর আন্তর্জাতিক মহাসড়কের পাশে শালিখা উপজেলায় অবস্থিত আড়পাড়া ডাকবাংলো। পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের অত্যাচার ও নিপীড়নের শিকার হয়ে বৃহত্তর যশোর ও ফরিদপুর অঞ্চলের মানুষ প্রাণ বাঁচানোর তাগিদে গ্রামের কাদামাখা পিছল মেঠো পথে অথবা নদীপথে আড়পাড়ার ওপর দিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করতো। মুক্তিবাহিনীকে প্রতিরোধ করার জন্য রাজাকার ও রেঞ্জার বাহিনী রাজপথ ও নদীপথে টহল দিতো। টহল দেয়ার সময় প্রাণভয়ে পলায়নপর শরণার্থী নারী পুরুষ ও শিশুদের ধরে নিয়ে আসতো। ডাকবাংলোর পাশে নদীর তীরে অবস্থিত কাচারিঘরের কাছে জামরুল তলায় একটা মাছ কাটা ধারালো বড় বটি ফেলে রাখা হয়েছিল। ধরে আনা ভীত সন্ত্রস্ত মানুষগুলোর কাছে যা পেতো লুট করে নিতো। লুট শেষে তাদেরকে এনে ডাকবাংলোর পাশে জামতলায় গুলি করে হত্যা করতো অথবা নিমতলায় জবাই করতো। এই ভাবে পাকিস্তানি বাহিনী ১০০ দিনের বেশি সময় ধরে প্রায় ২৫০০ থেকে ৩০০০ মানুষ হত্যা করে।&nbsp;</p> <p>&nbsp;<span style="font-family: 'Times New Roman', serif; font-size: 14pt; text-align: justify;">Arpara Dak Bungalow Premises Mass Killing Site, Magura</span></p> <p><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif'; mso-fareast-font-family: Calibri; mso-fareast-theme-font: minor-latin; mso-ansi-language: EN-US; mso-fareast-language: EN-US; mso-bidi-language: AR-SA;">Arpara Dak Bungalow located at the Shalikha Upazila, beside Dhaka Jessore International Highway, Magura. To save lives from the Pakistani and their collaboretors, people of Jessore and Faridpur used to go to India through the inaccessible path of Arpara. Razakar and Ranger forces patrolled the highway and river to prevent the freedom fighters. They used to capture the frighted fleeing refugees and loot them. Later they would either shoot at Jamtala or slay at Nimtala near Dak Bungalow. The Pakistani forces killed around 2500 to 3000 people here.</span></p>
  • post-image
    তালখড়ি গণহত্যা, মাগুরা/Talkhari Genocide
    <p>তালখড়ি গণহত্যা</p> <p>১৯৭১ সালে ৫ ডিসেম্বর তালখড়ি গ্রামে একটি সম্মুখ যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই যুদ্ধে তাৎক্ষণিকভাবে ৪ জন মৃত্যুবরণ করেছেন, ২ জন আহত অবস্থায় কাতরাচ্ছিলেন। রাজাকার এবং রেঞ্জার বাহিনীর সদস্যরা কাতরানোর শব্দ শুনে ফিরে এসে ঐ দুজনকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে। চিত্তরঞ্জন বলেন,&lsquo; বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র ২ দিন আগে বঙ্গবন্ধুর ভাগ্নের নেতৃত্বে ফরিদপুর জেলার ১০০০ অধিবাসী প্রশিক্ষণ শেষে পাকিস্তানি বাহিনী স্থাপিত আড়পাড়া ক্যাম্প দখল করতে আসে। এই সংবাদ পাকিস্তানি বাহিনী আগে থেকে জানতে পেরে প্রতিরোধের প্রস্তুতি নেয়। ফলে আড়পাড়া আসার পথে তালখড়িতে উক্ত মুক্তিযোদ্ধাদের সাথে সম্মুখ যুদ্ধ হয়। সেই যুদ্ধে খান সেনারা ৭ মুক্তিযোদ্ধাকে হত্যা করে। পরে গ্রামবাসীরা এসে কবর খুঁড়ে একই কবরে ৭ জনকে মাটি চাপা দেয়।&rsquo;</p> <p>&nbsp;****</p> <p>&nbsp;</p> <p><span style="font-family: 'Times New Roman', serif; font-size: 14pt; text-align: justify;">Talkhari Genocide</span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">A front battle perpetrated in Talkhari village on December 5. Here, 4 people died instantly and 2 were in critical condition. The Razakars and Rangers members returned and confirmed the death of the two. Chittaranjan said, &ldquo;Only 2 days before the independence, 1000 villagers of Faridpur district got training under the leadership of Bangabandhu's nephew and came to occupy Aparpara camp. The Pakistani army was informed about this and they prepared to resist. As a result, there was a war with the freedom fighters at Talkhari on their way to Arapara. The Pakistani army killed 7 freedom fighters here. Later, the villagers came and grounded them togather into the same grave.</span></p>
  • post-image
    তালখড়ি গণকবর মাগুরা/ Talkhari Mass Grave, Magura
    <p>তালখড়ি গণকবর:&nbsp;</p> <p>আড়পাড়া থেকে হাজরাহাটি যেতে প্রধান সড়কের পাশেই তালখড়ির যুদ্ধে নিহত ৭জনের গণকবরটি অবস্থিত। এই কবর সম্পর্কে বাংলাদেশ সরকার নথিভুক্ত করেছে। এই গণকবরের উপরে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।&nbsp;</p> <p>&nbsp;</p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">Talkhari Mass Grave</span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">The mass grave of 7 people, martyred in the battle of Talkhari, is located along the main road from Arpara to Hazarahati. Bangladesh Government has documented this grave. A monument has been erected over this mass grave.</span></p>
  • post-image
    শতখালী-সিংহেশ্বর পাড়া গণকবর, মাগুরা/ Shatkhali-Singheshwar Para Mass Grave, Magura
    <p>শতখালী-সিংহেশ্বর পাড়া গণকবর&nbsp;</p> <p>আড়পাড়া থেকে পশ্চিমে যশোরের দিকে যেতে শতখালী ইউনিয়নে শতখালী বাজারের পাশে সিংহেশ্বর পাড়ায় ঢাকা যশোর রোডে লোহার ব্রীজে যে গণহত্যা সংগঠিত হয় সেই সব শহিদের হাড়গোড় যত্র তত্র পড়ে থাকতে দেখা যায়।&nbsp; সেই সব হাড়গোড় স্থানীয় জনগণ মাটি চাপা দেয়।&nbsp;</p> <p>&nbsp;</p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">Shatkhali-Singheshwar Para Mass Grave, Magura</span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">A massive genocide had been perpetrated beside the Shatkhali market in Singheshwar Para. On the Iron Bridge at Dhaka Jessore Road, piles of bone of the martyrs were seen here and there. The local people grounded those bones.</span></p> <div id="gtx-trans" style="position: absolute; left: 15px; top: 50px;">&nbsp;</div>
  • post-image
    শতখালী-সিংহেশ্বর পাড়া গণহত্যা, মাগুরা/Shatkhali-Singheshwar Para Genocide
    <p>শতখালী-সিংহেশ্বর পাড়া গণহত্যা&nbsp;</p> <p>মুক্তিযুদ্ধের সময় লোহার ব্রিজে (বর্তমানে এই ব্রিজটি পাকা করা হয়েছে) টহলরত পাকিস্তানি সেনারা ৮ জন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে আসে। পরিচয় নেয়ার পর দুজনকে ছেড়ে দেয়। বাকি ৬ জনকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। শতখালী গ্রামের অধিবাসী চান্দ আলী বিশ্বাস এই হত্যাযজ্ঞের একজন প্রত্যক্ষদর্শী। সেদিন যারা শহিদ হয়েছিলেন তারা হলেন দেশমুখপাড়ার মান্নাফ, মমিন, রউফ ও পান্নু, শরশুনার কুদ্দুস। অপর একজনের নাম জানা যায় নি।&nbsp;</p> <p>&nbsp;</p> <p><span style="font-family: 'Times New Roman', serif; font-size: 14pt; text-align: justify; text-indent: -0.25in;">Shatkhali-Singheshwar Para Genocide</span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">During the Liberation War, the Pakistani army captured 8 freedom fighters on the Iron Bridge. After cheaking, they let two of them to leave and killed the rest. Those who were martyred on that day are Manaf, Momin, Rauf and Pannu. The other names were not known.</span></p>
  • post-image
    হাজরাহাটি গণহত্যা, মাগুরা/Hazarahati Genocide
    <p>হাজরাহাটি গণহত্যা:&nbsp; &nbsp;&nbsp;</p> <p>চিত্রা নদীর পারে চিরনিদ্রায় শায়িত আছেন ফরিদপুর উপজেলার ৭ অধিবাসী। ডিসেম্বর মাসের ৮ তারিখে ভারত থেকে আসার পথে ঝুনারী গ্রামে পাকিস্তানি সেনা বাহিনী, রাজাকার ও আলবদর বাহিনী তাদের ধরে লাইনে দাঁড় করায়। এরপর তাদেরকে গুলি করে অত্যন্ত নৃশংস ভাবে হত্যা করে। তারপর গ্রামবাসীদের ডেকে এনে কবর খুঁড়িয়ে তার মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিতে বাধ্য করে। এখানে যারা নিহত হয়েছেন তারা হলেন: যদুনাথ দত্ত, পঞ্চানন পাল, হরিপদ পাল, নিত্যানন্দ দত্ত ও&nbsp; মনরঞ্জন ভদ্র গ্রাম: জয়পাশা, থানা: ফরিদপুর, জেলা: ফরিদপুর; নাড়ু গোপাল রায়, গ্রাম: মধুখালী, থানা: নগরকান্দা, জেলা: ফরিদপুর; শুসেন কর, গ্রাম: ফুলবাড়ীয়া; এবং অজ্ঞাত।</p> <p>&nbsp;</p> <p>*****</p> <p>&nbsp;</p> <p><span style="font-family: 'Times New Roman', serif; font-size: 14pt; text-align: justify; text-indent: -0.25in;">Hazarahati Genocide</span></p> <p class="MsoNormal" style="text-align: justify;"><span style="font-size: 14.0pt; line-height: 115%; font-family: 'Times New Roman','serif';">6 villagers of Faridpur Upazila are lying in the grave on the bank of Chitra River. On 8 December, on their way from India, the Pakistani army, Razakar and Al-Badr forces forced them lined up at Jhunari village and killed in a very brutal way. Then the Pakistani army forced the villagers to dig grave and throw the bodies into it. </span></p>