আড়পাড়া সরকারী উচ্চ বিদ্যালয় নির্যাতন কেন্দ্র
১৯৭১ সালের ২৩ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী মাগুরা দখল করার পর মে মাসে শালিখা দখল করে আড়পাড়া ডাকবাংলোয় ক্যাম্প ও নির্যাতন কেন্দ্র স্থাপন করে। পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করার জন্য রাজাকার ও রেঞ্জার বাহিনী গঠন করে। পাশে আড়পাড়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে রাজাকারদের ক্যাম্প স্থাপন করে। এসব ক্যাম্পে অসংখ্য মানুষ নির্যাতিত হয়।
Arpara Government High School Torture Center, Magura
After the Pakistani army captured Magura, they captured Shalikha and set up torture camp at Arpara Dakbanglow in on April 23, 1971. Razakars and Rangers were formed to assist the Pakistani army. Later, Razakar camps were set up at Arapara High School and Primary School. In these camps, many people were tortured.