আড়পাড়া ডাকবাংলো নির্যাতন কেন্দ্র
১৯৭১ সালের ২৩ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী মাগুরা দখল করার পর মে মাসে শালিখা দখল করে আড়পাড়া ডাকবাংলোয় ক্যাম্প ও নির্যাতন কেন্দ্র স্থাপন করে। পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করার জন্য রাজাকার ও রেঞ্জার বাহিনী গঠন করে। পাশে আড়পাড়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে রাজাকারদের ক্যাম্প স্থাপন করে। এই ক্যাম্পে অসংখ্য মানুষ নির্যাতিত হয়। নির্যাতন শেষে তাদেরকে এনে ডাকবাংলোর পাশে জামতলায় গুলি করে হত্যা করতো অথবা নিমতলায় জবাই করতো।
Arpara Dak Bungalow Premises Torture Site , Magura
Arpara Dak Bungalow located at the Shalikha Upazila, beside Dhaka Jessore International Highway, Magura. To save lives from the Pakistani and their collaboretors, people of Jessore and Faridpur used to go to India through the inaccessible path of Arpara. Razakar and Ranger forces patrolled the highway and river to prevent the freedom fighters. They used to capture the frighted fleeing refugees and loot them. Later they would either shoot at Jamtala or slay at Nimtala near Dak Bungalow. The Pakistani forces killed around 2500 to 3000 people here.