আড়পাড়া গণকবর:ঝিনাইদহ
কালীগঞ্জ শহরের আড়পাড়া উলফত বিহারির নেতৃত্বে রাজাকারদের নেতৃত্বে কয়েকজন পাকিস্তানি সেনাসহ অভিযান চালিয়ে ৫ জনকে হত্যা করে। ফলে এলাকাটি জনশূন্য হয়ে পড়ে। ক’দিন পর অবস্থা শিথিল হলে অনেকে ফেরত আসে এলাকায় এবং বিচ্ছিন্ন লাশ ও হাড়-গোড় দেখতে পেয়ে সেগুলোকে মাটিচাপা দেয়। পৌরসভার উদ্যোগে কবরটি বাঁধাই করা হয়েছে এবং শহিদদের নামসহ ফলক লাগানো হয়েছে।