১৮ বৈশাখ ১৩৭৮ বঙ্গাব্দ ভোরবেলা পাকিস্তানি সেনারা স্থানীয় রাজাকার মনু শেখের সহায়তায় কয়েকজন নিরীহ মানুষকে ধরে কাপালিপাড়া গ্রামের কিরণ সরদারের বাড়িতে আনে। তারপর তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে। ব্রাশ ফায়ারে মালুরাম ঢালী বাদে বাকি সবাই নিহত হয়। এরা হলেন-১] ছত্রধর মল্লিক ২] নির্মল মল্লিক ৩] কিরন চন্দ্র সরদার ৪] মধুসূদন ঢালী ৫] খোকন ঢালী ৬] মোতোলাল ঢালী ৭] মালো ঢালী । এরা সকলেই আড়ংঘাটা গ্রামের অধিবাসী। কিরণ চন্দ্র সরদারের বাড়ির উঠানে এদের সবাইকে কবর দেওয়া হয়। এ ঘটনাটিও দীর্ঘদিন অনালোচিত ছিল। ২০১৭ সালে ১৯৭১ : গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের উদ্যোগে শহীদদের স্মরণে একটি স্মৃতিফলক স্থাপন করা হয়েছে।
***
In a morning of 11 May 1971 (18 Boishakh, 1378), Pakistani military, with the help of razakar Monu Sheikh, killed 7 people in Kapali Para village. They are – 1)Chhatradar Mallik 2) Nirmal Mallik 3) Kiran Chandra Sarder 4) Madhusudan Dhali 5) Khokon Dhali 6) Motollal Dhali 7) Mallo Dhali. All of them are from Arangghata village. They were abducted from their village by Pakistani Military. After killing them, bodies were buried in the yard of Kiran Chandra Sardar’s house.
A memorial has been built on the memory of the martyrs of this genocide by ‘1971: Genocide-Torture Archive & Museum Trust’ in 2017.