১৯৭১ সালের ১৯ এপ্রিল ভোরবেলা এই গ্রামে পাকিস্তানি সেনারা রাজাকার মনু শেখের সহায়তায় আড়ংঘাটা গ্রামে হাজির হয়। সেখানে তারা বিভিন্ন বাড়ি থেকে পালিয়ে থাকা ৬ জন লোককে ধরে কিরণ চন্দ্র সরদারের বাড়িতে আনে। তারপর তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে।এই ব্রাশ ফায়ারে মালু রাম ঢালী নামে জনৈক ব্যক্তি বাদে সবাই নিহত হন। এরা হলেন ছত্রধর মলিস্নক, নিমর্ল মলিস্নক, কিরণ চন্দ্র সরদার, মধূসুধন ঢালী, খোকন ঢালী এবং মোতো ঢালী।এই ছয় জনকে কিরণ চন্দ্র সরদারের বাড়ির উঠানে গণকবর দেওয়া হয়।
***
Pakistani army with the collaboration of Rajakar Monu Sheik reached at Aranghata village in the morning on 19 April, 1971. They brush fired 6 people in the house of Kiran Chandra Sarkar of this village; all of them died except Malu Ram Dhali. Chatradhor Mollik, Nirmal Mollik, Modhusudhon Dhali, Khokhon Dhali, and Motoo Dhali were the martyrs of this genocide. They were buried in mass-grave of this house.